Connect with us
ক্রিকেট

পিএসএলের কারণে দুই ভাগে বাংলাদেশে সিরিজ খেলবে পাকিস্তান

Pakistan will play their series in Bangladesh in two phases due to the PSL.
পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ছবি- সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, আগামী মার্চ-এপ্রিলে মাঠে গড়াবে তিন ফরম্যাটের এই সিরিজ। তবে সিরিজের সময়কাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।

২০২৬ পিএসলের সময়কাল ঘোষণার পর পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, পিএসলের কারণে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ সফর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সিরিজটি পিএসলের আগে ও পরে দুই ভাগে আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে বিসিবিও। তাই সিরিজটি দুই ভাগে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘পিএসএল এর কারণে পাকিস্তান সিরিজের সময়ে পরিবর্তন আসতে যাচ্ছে। পিএসএল এর আগে ও পরে দুই ভাগে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।’



ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তবে সিরিজের সময়ে পরিবর্তন আসলেও কমছে না ম্যাচের সংখ্যা। তবে কোন ফরম্যাটের সিরিজ আগে হবে সেটা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসর চলবে ৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে পিএসএলের ২০২৬ আসর শুরু হবে ২৬ মার্চ থেকে। তাই এই অল্প সময়ের মধ্যে দুটি টেস্ট আয়োজনের সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে পিএসএলের আগে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াতে পারে।

পিএসএলের পর্দা নামবে ৩ মে। এর মাঝে এপ্রিলে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজের পরপরই দ্বিতীয় ভাগে মাঠে গড়াতে পারে পাকিস্তান সিরিজ।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট