Connect with us
হকি

ভারতে খেলবে না পাকিস্তান, কপাল খুললো বাংলাদেশ হকি দলের

পাকিস্তান ও বাংলাদেশের পতাকা। ছবি- সংগৃহীত

রাজনৈতিক বৈরীতার জোয়ার বহুদিন ধরে চলছে ক্রীড়াঙ্গনেও। ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। ক্রিকেট-ফুটবলের পর এবার কূটনৈতিক ঝড়ে পড়লো এশিয়া কাপ হকিও। ভারতের মাটিকে আসন্ন এশিয়া কাপ হকিতে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী এশিয়া কাপে অংশ নিচ্ছে না পাকিস্তান পুরুষ হকি দল। বুধবার হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ভারত সরকার ভিসা দিতে সম্মত হলেও পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তান এই আসর থেকে সরে দাঁড়ানোয় কপাল খুলেছে বাংলাদেশের।



ভারতীয় গণমাধ্যমকে হকি ইন্ডিয়ার ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান হকি ফেডারেশন বুধবার একটি চিঠিতে জানিয়েছে যে তারা নিরাপত্তাজনিত কারণে এশিয়া কাপে অংশ নিতে পারছে না। আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।

টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পাওয়া নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, আমরাও দেখেছি পাকিস্তান খেলবে না। এখন অপেক্ষায় আছি এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ পাওয়ার জন্য। না পেলে তো কিছু করার নেই।

ভারত ও পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের অংশগ্রহণ শুরু থেকেই অনিশ্চিত ছিল। যদিও ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তান দলকে ভিসা দিতে কোনও বাধা থাকবে না। তবু পাকিস্তান হকি ফেডারেশন তাতে আগ্রহী ছিল না, এমনকি ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও দেয় তারা।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি