Connect with us
ক্রিকেট

বিশ্ব লিজেন্ডস লিগে আর খেলবে না পাকিস্তান

Pakistan Team in Legends League
বিশ্ব লিজেন্ডস লিগে আর দেখা যাবে না পাকিস্তানকে। ছবি- সংগৃহীত

গতকাল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট। ফাইনালে পাকিস্তানের চ্যাম্পিয়নদের হারিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকার পর ফাইনালে গিয়ে শিরোপা হারানো পাকিস্তানের চ্যাম্পিয়নরা এবার আরো বড় দুঃসংবাদ পেয়েছে। টুর্নামেন্টটিতে আর অংশ নিতে পারবে না শহীদ আফ্রিদি-মোহাম্মদ হাফিজরা।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে ডব্লিউসিএল আয়োজকদের নির্দিষ্ট একটি জাতীয়তাবাদী বয়ানে পক্ষপাতদুষ্ট দাবি করে এই টুর্নামেন্টে আর অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

মূলত সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বাতিল করেছে ভারত। প্রথম গ্রুপ পর্ব এবং পরবর্তীতে সেমিফাইনালের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় ভারতের চ্যাম্পিয়নরা। তবে গ্রুপ পর্বে পয়েন্ট ভাগাভাগি হলেও সেমিফাইনালের ম্যাচ বর্জন করায় সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান।



তবে ভারতের এমন সিদ্ধান্তে চটেছে পিসিবি। টুর্নামেন্টে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আয়োজকদের কয়েকটি সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে তারা।

পিসিবি জানায়, ‘কোনো ক্রিকেটীয় কারণে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়নি, বরং একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করতে গিয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি আন্তর্জাতিক ক্রীড়াজগতের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা এমন টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদেরকে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি, স্পোর্টসম্যানশিপ, যা ভদ্রলোকের খেলার ধারণাটিকেই নষ্ট করে দেয়।’

প্রসঙ্গত, গত ১৮ জুলাই থেকে ৬ দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডে শুরু হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা। গতকাল (২ আগস্ট) এজবাস্টনে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রোটিয়ারা।

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট