টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে এখনো চূড়ান্ত অবস্থান জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হওয়ার পর বিষয়টি নতুন মোড় নেয়। এরই মধ্যে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কটের পথে না গেলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ‘শর্তসাপেক্ষ’ ভাবনা রয়েছে। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তার আগে পাকিস্তান খেলবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
প্রতিবেদনটি বলছে, প্রথম দুই ম্যাচে জিতলে ভারত ম্যাচ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখতে পারে পাকিস্তান। গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার বিপক্ষে। সেক্ষেত্রে শুরুতে জয় পেলে ভারতের বিপক্ষে না খেলেও সুপার পর্বে যাওয়ার সমীকরণ সহজ হতে পারে এমন হিসাব করছে বোর্ডের ভেতরের একটি অংশ।
একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রথম দুটি ম্যাচ জিতলে ভারতের বিপক্ষে না খেলার সম্ভাবনাই জোরালো হবে। পাশাপাশি বাংলাদেশের বাদ পড়া নিয়ে অসন্তোষ জানাতে টুর্নামেন্ট চলাকালে প্রতীকী প্রতিবাদের অনুমতি চেয়ে আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে পিসিবি।
তবে পুরো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারে পাকিস্তান। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিসিবির আইনি পরামর্শকরা বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন। সম্প্রচার চুক্তি ভঙ্গের অভিযোগ উঠলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।
সব মিলিয়ে, পাকিস্তান আপাতত কৌশলী অবস্থানে রয়েছে। মাঠের পারফরম্যান্স ও রাজনৈতিক প্রেক্ষাপট দুটো মিলিয়েই ভারতের বিপক্ষে খেলার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিচ্ছেন।
ঘটনার শুরু মুস্তাফিজকে নিয়ে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ ৯ কোটি ২০ লাখে কিনে নিয়েছিল। কিন্তু হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের চাপে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আইপিএল এর সব সম্প্রচার বন্ধ করে দেয় পাশাপাশি ভারতে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। তবে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না সে ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি।
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৬/টিএ
