Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

bcb vs pcb
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে প্রস্তুত পাকিস্তান। ছবি: সংগৃহীত

ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না এই অবস্থানে অনড় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানানোর পর এবার নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই সমস্যার সূত্রপাত আইপিএলে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায়। কিছু উগ্রবাদী সংগঠনের চাপের মুখে নেওয়া ওই সিদ্ধান্তকে ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। কেকেআর, আইপিএল বা বিসিসিআই কেউই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দিষ্ট ব্যাখ্যা না দেওয়ায় ক্ষোভ আরও বাড়ে। পরিস্থিতি এতই জটিল হয় যে তা দ্রুতই ক্রিকেট ছাড়িয়ে কূটনৈতিক টানাপোড়েনে রূপ নেয়।

এরপরই পাল্টা অবস্থান নেয় বিসিবি। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তা ও মর্যাদাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।



এর মধ্যেই জিও নিউজের প্রতিবেদনে পিসিবির একটি দায়িত্বশীল সূত্রের বক্তব্য উঠে এসেছে। ওই সূত্রের দাবি, বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের ভেন্যুগুলো পুরোপুরি প্রস্তুত। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন সম্ভব না হলে পাকিস্তান বিকল্প হিসেবে এগিয়ে আসতে চায়। পিসিবির মতে, সাম্প্রতিক সময়ে সফলভাবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে তারা আন্তর্জাতিক ক্রিকেট মহলের আস্থা অর্জন করেছে।

পিসিবির মতে, আইসিসি চাইলে খুব সহজেই বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করা সম্ভব। দেশের সব আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রস্তুত আছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আইসিসিকে দেওয়া হয়নি, তবে বিসিবির ভারতে না খেলার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। তবে চলমান সংকটের কারণে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। তবে আইসিসি শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, সেটাই এখন দেখার অপেক্ষা।

এরই মধ্যে আইসিসিকে দুই দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে আইসিসির চেয়ারম্যান ও বিসিসিআইয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত আইসিসি থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে তার উপর ভিত্তি করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী পদক্ষেপ নেবে।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট