টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা ইস্যুতে জটিলতা আরও গভীর হলো। ভারতে খেলতে আপত্তি জানানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশে এবার প্রকাশ্য অবস্থান নিল পাকিস্তান। শুধু সমর্থনেই থেমে থাকেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারা নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও আপাতত স্থগিত করেছে।
পাকিস্তানি গণমাধ্যম ‘জিও সুপার’-এর খবরে বলা হয়েছে, ভারতের ভেন্যুতে নিরাপত্তা নিয়ে বিসিবির উদ্বেগকে যৌক্তিক বলে মনে করছে পিসিবি। বোর্ডের অভ্যন্তরীণ আলোচনায় বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে এবং বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিশ্বকাপ প্রস্তুতির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশের বিষয়ে আইসিসি যদি সম্মানজনক সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে নতুন করে ভাবতে পারে। এমনকি চরম পরিস্থিতিতে বিশ্বকাপে না খেললেও যেন বিকল্প পরিকল্পনা প্রস্তুত থাকে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
পিসিবির এক কর্মকর্তা ‘জিও সুপার’-কে জানিয়েছেন, আয়োজক দেশ হওয়ার অজুহাতে কোনো বোর্ডের ওপর চাপ সৃষ্টি করা বা হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই সবার আগে বলে মনে করে পাকিস্তান।
এর আগে ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হলে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত। বিশ্বকাপ আয়োজনের জন্য পাকিস্তানের ভেন্যুগুলো সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করা হয়েছিল।
অন্যদিকে, চলমান সংকট এড়াতে বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আয়ারল্যান্ড তাদের নির্ধারিত গ্রুপ বদলাতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড বিষয়টি নিশ্চিত করায় বাংলাদেশের সেই প্রস্তাব মূলত বাতিল হয়ে গেছে।
এই অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই উদ্যোগ নিয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি আইরিশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে আলোচনার ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইরিশরা সম্মত না হলে আইসিসির পক্ষেও তাদের বাধ্য করার সুযোগ নেই। একই সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কার সম্মতিও প্রয়োজন হবে।
সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশের পাশে পাকিস্তানের এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/টিএ
