
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে প্রথম টেস্টে সহজেই জয় তুলে নিয়েছিল পাকিস্তান। ঘরের মাটিতে স্পিন জাদুতে প্রোটিয়া ব্যাটারদের কুপোকাত করেছে শান মাসুদের দল। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে সফরকারীদের স্পিন ভেলকিতে ধুকছে স্বাগতিক ব্যাটাররা।
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ৩৩৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। স্বাগতিকদের ব্যাটিং ইনিংসে ৯টি উইকেটিই নিয়েছেন স্পিনাররা। যার মধ্যে কেশব মহারাজ ৭টি এবং সাইমন হারমার নেন ২টি। বাকি এক উইকেট নেন পেসার কাগিসো রাবাদা।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের স্পিনারদের কাছে ধরাশায়ী হয়েছিল দক্ষিণ আফ্রিকাও। আসিফ আফ্রিদি ও নোমাল আলীদের দাপুটে বোলিংয়ে ২৩৫ রানেই ৮ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। তবে নবম উইকেটে ৭১ এবং দশম উইকেটে ৯৮ রানের জুটি গড়ে ৪০৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তাতে ৭১ রানের লিড পায় সফরকারীরা।
পাকিস্তানের পক্ষে ৬ উইকেট নেন ৩৮ বছরের অভিষিক্ত স্পিনার আসিফ আফ্রিদি। এছাড়া নোমাল আলী ২টি এবং শাহিন আফ্রিদি ও সাজিদ খান একটি করে উইকেট নেন।
৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপাকে পড়ে পাকিস্তান। প্রোটিয়াদের দেয়া লিড পেরোতে গিয়েই ৪টি উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। হারমারের স্পিন ভেলকিতে দলের ৬০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।
দলের ১২ রানেই ইমামুল হককে এলবিডব্লুর শিকার বানিয়ে ৯ রানে ফেরান হারমার। এরপর ১৬ রানের মাথায় হারমারের শিকার হয়ে ডাক মেরে ফেরেন শান মাসুদ। একই রানে আব্দুল্লাহ শফিককে ৬ রানে ফেরান কাগিসো রাবাদা। দলের ৬০ রানের মাথায় দিনের শেষ আঘাত হানেন হারমার। এবার ক্যাচ আউটের শিকার বানিয়ে সৌদ শাকিলকে ১১ রানে ফেরান এই স্পিনার।
তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান। এখন পর্যন্ত ২৩ রানের লিড পেয়েছে দলটি। ৮৩ বলে ৪৯ রান করে অপরাজিত আছেন বাবর আজম। অপরপ্রান্তে ৪৯ বলে ১৬ রান করে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার হয়ে হারমার ৩টি এবং রাবাদা একটি উইকেট নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/বিটি
