ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের আপত্তি এবার বাহিরের দেশেও ছড়িয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে, যা বিশ্বকাপ আয়োজন ঘিরে চলমান অনিশ্চয়তাকে আরও গভীর করেছে।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারতের ভেন্যুতে খেলোয়াড়, টিম অফিসিয়াল ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে আপত্তি তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দাবি, বর্তমান বাস্তবতায় ভারতে খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ। এই অবস্থান শুধু বোর্ড পর্যায়েই সীমাবদ্ধ নয় সরকারের দিক থেকেও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই অবস্থানকে যৌক্তিক বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তা বিষয়ে সন্তোষজনক সমাধান না হলে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি এমন বার্তাও নাকি আইসিসির কাছে পৌঁছেছে।
যদিও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো হুমকির কথা স্বীকার করেনি। সংস্থাটির নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে ভারতে বড় ধরনের ঝুঁকির উল্লেখ নেই বলেই জানা যাচ্ছে। তবু বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি। বরং পাকিস্তানের সমর্থন পাওয়ায় বাংলাদেশের দাবিকে ঘিরে আলোচনায় নতুন গতি এসেছে।
সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর কথা। হাতে সময় কম থাকায় ভেন্যু পরিবর্তন কিংবা নতুন নিরাপত্তা কাঠামো চূড়ান্ত করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে একাধিক দেশের আপত্তি আয়োজক হিসেবে ভারতের প্রস্তুতি ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে।
বাংলাদেশ ও পাকিস্তান যদি একইসঙ্গে কঠোর অবস্থান ধরে রাখে, তাহলে আইসিসির সামনে সমঝোতার বিকল্প কমে যাবে। অন্যথায় বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেট নতুন এক কূটনৈতিক ও ক্রীড়াসংকটে জড়িয়ে পড়তে পারে।
উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।
এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/টিএ
