Connect with us
ক্রিকেট

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় টার্গেট দিল পাকিস্তান

Bangladesh vs Pakistan_3rd T20
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশনে আজ (বৃহস্পতিবার) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে বড় পুঁজি পেয়েছে পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। হোয়াইটওয়াশের জন্য নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৭৯ রান করতে হবে টাইগারদের।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন ফখর জামানের বদলি হিসেবে আজ দলে সুযোগ পাওয়া শাহিবজাদা ফারহান। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এসেছে হাসান নেওয়াজের ব্যাট থেকে। ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই মারকুটে ব্যাটার। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ১৬ বলে ২৭, সাইম আইয়ুব ১৫ বলে ২১ রান এবং সালমান আগা ৯ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন:

» ৮ দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ, ভেন্যু কোথায়?

» হোয়াইটওয়াশের লক্ষ্যে দলে ৫ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।

এদিন ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় পাকিস্তান। শাহিবজাদা ফারহানের দ্রুতগতির ফিফটির কল্যাণে উদ্বোধনী জুটিতে ৪৭ বলে ৮২ রান যোগ করে সফরকারীরা। সাইমকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন নাসুম আহমেদ। এর কিছুক্ষণ পরেই সাইমের দেখানো পথে হাঁটেন দুর্দান্ত খেলতে থাকা শাহিবজাদা।

এরপর মোহাম্মদ হারিসকে নিয়ে রানের চাকা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন হাসান নাওয়াজ। তবে নাওয়াজ একপ্রান্তে রান তুললেও, অপরপ্রান্তে উইকেট দিয়ে ফেরেন হারিস। এরপর নিয়মিত বিরতিতে আরো কয়েকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে হাসান নাওয়াজের ৩৩ রানের পর শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ২৭ রানের দুর্দান্ত ক্যামিওতে ভর করে ১৭৮ রানের পুঁজি গড়তে সক্ষম হয় পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট