Connect with us
ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তান

Pakistan set a big target for Bangladesh in the opening match
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ‘এ’-পাকিস্তান শাহীনস। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে আজ (বৃহস্পতিবার) মাঠে গড়িয়েছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহীনসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তবে আগে বোলিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টাইগার প্রতিনিধিরা। ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ের কল্যাণে দুইশোর্ধ রানের পুঁজি পেয়েছে পাকিস্তান।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের পক্ষে তিনটি ফিফটি রানের ইনিংস খেলেন খাজা নাফে, ইয়াসির খান ও আব্দুল সামাদ। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট শিকার করেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও হাসান মাহমুদ।

এদিন ব্যাটিংয়ে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার খাজা নাফে ও ইয়াসির খান। তাদের ঝোড়ো ইনিংসে ভর করে ১০ ওভারেই দলীয় শতরানে পৌঁছে যায় পাকিস্তান। ইনিংসে ১২তম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। রান আউটের শিকার হয়ে ফিরে যান নাফে। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৮ চার ও ২ ছক্কার মারে ৬১ রান করেন এই ওপেনার।



প্রথম উইকেট পতনের পর কিছুটা চাপে পড়ে পাকিস্তান। পরের ওভারেই দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন রাকিবুল হাসান। এই স্পিনারের শিকার হয়ে ফিরে যান আরে ওপেনার ইয়াসির খান। ৪০ বলে ৭ চার ও ২ ছক্কার মারে ৬২ রান করেন এই ব্যাটার।

পরপর দুই ওভারে দুটি উইকেট পতনের পর কিছুটা চাপ তৈরি হলেও আব্দুস সামাদ ও মোহাম্মদ ফাইকের ব্যাটে চাপ সামাল দেয় পাকিস্তান। তৃতীয় উইকেটের ২৩ বলে ৫৯ রানের জুটি গড়ে দলকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যান এই দুই ব্যাটার। ফাইক ১০ বলে ১৮ রান করে ফিরে গেলে অধিনায়ক ইরফান খান নিয়াজিকে নিয়ে আরো ৩৬ রান যোগ করেন সামাদ।

শেষদিকে নেমে ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রানের ঝোড়ো ক্যামিও খেলেন ইরফান। আর সামাদ ফিফটি তুলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন। ২৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই মারকুটে ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট