Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সুখবর পেল পাকিস্তান

Pakistan received good news after whitewashing Sri Lanka.
পাকিস্তান ক্রিকেট দল। ছবি- পিসিবি

ঘরের মাটিতে টানা দুটি ওয়ানডে সিরিজ জিতে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি নিজেদের অবস্থান মজবুত করেছে পাকিস্তান। টানা দুই সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এখন অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শাহিন শাহ আফ্রিদির দল।

আজ সোমবার (১৭ নভেম্বর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে পাকিস্তানের। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর ৩ পয়েন্ট বেড়ে তাদের রেটিং হয়েছে ১০৫। তবে পাকিস্তানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

অবশ্য শ্রীলঙ্কা সিরিজ দিয়েই র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে সফরকারীদের ৬ রানে হারিয়েছিল তারা। তাতে একধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে টপকে চার নম্বরে উঠে আসে পাকিস্তান। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১০২।



পরের দুটি ম্যাচও জিতে নেয় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে বাবর আজমের সেঞ্চুরিতে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। গতকাল তৃতীয় ও শেষ ম্যাচেও হেসেখেলে ৬ উইকেটে জয় পেয়েছে শাহিন আফ্রিদির দল। তাতে তাদের আরও ৩ রেটিং পয়েন্ট বেড়েছে। এর আগে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল পাকিস্তান।

সবশেষ হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ২০ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১২২ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে ভারত। দুইয়ে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১১২। পাকিস্তানের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে তিনে অবস্থান করছে অস্ট্রেলিয়া (১০৯)।

পাকিস্তানের কাছে চতুর্থস্থান হারানোর পর হোয়াইটওয়াশ হয়ে শ্রীলঙ্কার রেটিং আরও কমেছে। ১০০ রেটিং নিয়ে পাঁচে অবস্থান করছে লঙ্কানরা। ৯৮ রেটিং নিয়ে ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সাতে অবস্থান করছে আফগানিস্তান। তাদের রেটিং পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে। এছাড়া ৭৮ পয়েন্ট নিয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং ৭৬ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট