
গত মে মাসের শেষদিকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাটিতে প্রতিশোধ নিয়েছে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে দুই বা তার অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটিই বাংলাদেশের প্রথম জয়। লিটনদের এই দুর্দান্ত সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেয়া বার্তায় বাংলাদেশকে অভিনন্দন জানান শেহবাজ শরীফ। লিটনদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন।’

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে শেহবাজ শরীফের বার্তা। ছবি- সংগৃহীত
জয়-পরাজয় খেলারই অংশ। তাই নিজের দেশের খেলোয়াড়দের সাধুবাদ জানাতে ভুল করেননি শেহবাজ, ‘আমাদের ক্রিকেট দলকেও তাদের প্রাণবন্ত লড়াইয়ের জন্য সাধুবাদ জানাই। জয়-পরাজয় খেলারই অংশ, আর এটাই প্রকৃত খেলোয়াড়সুলভ মানসিকতা।’
আরও পড়ুন:
» বাহরাইনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ
» প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে যুবারা
খেলাধুলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় হবে এমনটাই প্রত্যাশা শেহবাজের, ‘আমাদের দুই দেশের মধ্যকার এই ক্রীড়া সম্পর্ক ভবিষ্যতেও জনগণকে আরও কাছে আনবে এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে— এটাই প্রত্যাশা।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর গতকাল (২২ জুলাই) সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৮ রানে জয় পায় টাইগাররা। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/বিটি
