Connect with us
ক্রিকেট

রাতে মাঠে নামছে পাকিস্তান, ২ মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাবর

Babar Azam
দীর্ঘ ৪ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামছেন বাবর। ছবি- আইসিসি

তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে পাকিস্তান জাতীয় দল। ইতোমধ্যে শেষ হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। এবার ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

আজ (শুক্রবার) রাতে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর পাকিস্তানের জার্সিতে ফিরছেন বাবর আজম। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে। গত ডিসেম্বরের পর থেকে টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় পাকিস্তানের সবশেষ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি বাবরকে।



চার মাস পর পাকিস্তানের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন বাবর। আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই তারকা ব্যাটার। আজকের ম্যাচে সেঞ্চুরি করতে পারলে দুটি রেকর্ডে নাম লেখাতে পারবেন বাবর।

পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের সর্বাধিক সেঞ্চুরির মালিক সাইদ আনোয়ার। ২৪৭ ম্যাচ খেলে ২০টি সেঞ্চুরি করেছেন এই সাবেক। আজকের ম্যাচে বাবর সেঞ্চুরি পেলেই সাইদ আনোয়ারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে যাবেন। এখন পর্যন্ত ১৩১ ম্যাচ খেলে ১৯টি সেঞ্চুরি করেছেন এই সাবেক পাকিস্তান দলপতি।

বাবরের সামনে আরেকটি সুযোগ রয়েছে ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের তালিকায় বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার। ১৩৩ ইনিংসে ২০তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কোহলি। আজকের ম্যাচে বাবর সেঞ্চুরি করতে পারলে কোহলির চেয়ে এক ম্যাচ কম খেলেই এই মাইলফলক স্পর্শ করতে পারবেন।

কোহলিকে ছাড়াতে পারলে এই তালিকায় দুইয়ে জায়গা করে নিবেন বাবর। এই তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। ১০৮ ইনিংসেই ২০তম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছিলেন এই কিংবদন্তি ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট