Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান

PAKISTAN CRICKET TEAM
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ১৯ দিন বাকী থাকলেও এখনো নিশ্চিত নয় বিশ্বকাপে বাংলাদেশের খেলা। আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও আসেনি ইতিবাচক সাড়া। 

এরই মাঝে খবর এসেছিল বাংলাদেশকে সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান। তবে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না পাকিস্তান।

গালফের প্রকাশিত প্রতিবেদন বলা হয়, ভারতে বাংলাদেশের ম্যাচ না সরানো হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না, এমন গুঞ্জন নাকচ করেছে পিসিবি। পিসিবি’র ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানোনো হয়, ‘এটি বোর্ডের অবস্থান নয়। পিসিবির এমন কোনো স্ট্যান্ড নেই। আর পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো যুক্তিসংগত কারণও নেই, কারণ শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছে।’



এর আগে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছিল, বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি স্থগিত রেখেছে পিসিবি। কিন্তু বোর্ড সূত্র বলছে, এসব খবর মূলত পরিস্থিতিকে উসকে দেওয়ার চেষ্টা। টিম ম্যানেজমেন্টকে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিশ্বকাপ বয়কট না করলেও বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির মতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ যৌক্তিক।

পরিস্থিতি সামাল দিতে বিসিবির সাথে বৈঠকের জন্য বাংলাদেশে এসেছিল আইসিসির প্রতিনিধি, হয়েছে কয়েক দফা বৈঠকও। তবে এখনো আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।  ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বিসিবি,  আর আইসিসির প্রচেষ্টা যথাসময়ে ভারতেই বিশ্বকাপ আয়োজন।

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট