
কলম্বোতে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। যেখানে ইতোমধ্যেই প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। তবে এখনও লাল-সবুজের প্রতিনিধিদের সামনে রয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার। পাশাপাশি এই সিরিজের ফলাফলে সুখবর পেতে পারে পাকিস্তানও।
আইসিসির বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান তালিকার দশ নম্বরে। যেখানে সেরা চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। আর সমান ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ পেছনে পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান। চলমান শ্রীলঙ্কার সিরিজে অন্তত এক ম্যাচও বাংলাদেশ জিততে পারলে অবস্থান পরিবর্তন হবে এই তিন দলেরই।
চলমান এই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা অন্তত এক ম্যাচে হারলে ১০৩ পয়েন্ট নিয়ে তারা পাকিস্তানের নিচে নেমে আসবে। আর যদি শেষ দুই ম্যাচ হেরে সিরিজ পরাজিত হয়, তবে ১০০ পয়েন্ট নিয়েই পঞ্চম অবস্থানে থাকবে লঙ্কানরা। নিজেদের চতুর্থ অবস্থান ধরে রাখতে সিরিজের তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। আর বাংলাদেশ এক ম্যাচ জিতলেও সুখবর পাবে পাকিস্তান।
আরও পড়ুন:
» ঋতুপর্ণাদের শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে
» উইকেট নিয়ে অজুহাতের কারণেই বাংলাদেশের জীর্ণ দশা!
অপরদিকে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। এক ধাপ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। আর এতে এগিয়ে যাওয়ার সুযোগ টাইগারদের সামনেও। এক জয় পেলেও উইন্ডিজদের সমান রেটিং পয়েন্ট নিয়ে নবম অবস্থানে উঠবে বাংলাদেশ। আর দুই ম্যাচ জিতলে পাবে ৮০ পয়েন্ট।
উল্লেখ্য, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। দ্বিতীয় ম্যাচে আগামীকাল বিকেল তিনটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে উভয় দল। সিরিজের তৃতীয় ও শেষ দুই ম্যাচে ৮ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজরা।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৫/এফএএস
