Connect with us
ফুটবল

সাফেও ভারতের কাছে হারল পাকিস্তান, সেমিতে প্রতিপক্ষ বাংলাদেশ

Pakistan lost to India in SAFF too, set to face Bangladesh in the semifinals.
ভারতের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে পাকিস্তান। ছবি- সাফ

ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য খেলা—ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তে উত্তেজনা। ক্রিকেটে চলমান এশিয়া কাপে গতকাল হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এই হারের রেশ কাটতে না কাটতেই এবার ফুটবলেও ভারতের কাছে হারের মুখ দেখল পাকিস্তান। 

শ্রীলঙ্কায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আজ (সোমবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ভারত।

এদিন কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় ভারত। বিরতিতে যাওয়ার আগে ৪৩তম মিনিটে গোল শোধ করে পাকিস্তান। বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৬৪তম মিনিটে ফের লিড নেয় ভারত। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৭ মিনিট পরেই আবার সমতায় ফিরে পাকিস্তান। তবে এর মিনিট তিনেক পরে আবার গোল হজম করে পাকিস্তান। শেষ পর্যন্ত এই গোলটিই ব্যবধান গড়ে দেয়।



এই হারের ফলে গ্রুপ-বি এর রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। সেমিতে তাদের প্রতিপক্ষ এ-গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অন্যদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে এ-গ্রুপের রানার্সআপ নেপাল ও বি-গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

এর আগে গ্রুপ পর্বে টানা দুই জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় লাল-সবুজের দল। অন্যদিকে বি-গ্রুপে খেলেছে ৪টি দল। এরমধ্যে ভারত তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। অন্যদিকে পাকিস্তান জয় পেয়েছে দুই ম্যাচে। এর বাইরে ভুটান ও মালদ্বীপ এখনো কোনো জয়ের দেখা পায়নি।

আগামী ২৫ সেপ্টেম্বর সাফের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত।

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল