Connect with us
ক্রিকেট

বিশ্বকাপেও ভারতের কাছে হারলো পাকিস্তান

Pakistan lost to India again in the World Cup.
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা খুইয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের সবমিলিয়ে তিন ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে ফাইনালসহ সবগুলো ম্যাচেই হেরেছে পাকিস্তান। এবার নারী বিশ্বকাপেও ভারতের কাছে হারল দলটি।

রোববার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচে হারমানপ্রীত করদের কাছে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে ফাতিমা সানার দল।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে ফিফটির দেখা পাননি কেউ। সর্বোচ্চ ৬৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন হারলিন দিওল। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ৩৫ রান করেন রিচ ঘোষ।



এছাড়া জেমিমাহ রদ্রিগেজ ৩৭ বলে ৩২, প্রতিকা রাওয়াল ৩৭ বলে ৩১, দীপ্তি শর্মা ৩৩ বলে ২৫, স্মৃতি মান্ধানা ৩২ বলে ২৩, স্নেহ রানা ৩৩ বলে ২০ এবং অধিনায়ক হারমানপ্রীত ৩৪ বলে ১৯ রান করেন। পাকিস্তানের পক্ষে বল হাতে ৪টি উইকেট তুলে নেন দিয়ানা বেগ। এছাড়া ২টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা।

জবাবে খেলতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রান করে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে ৮১ রানের ইনিংস খেলেন সিদরা আমিন। ১০৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান এই ইনফর্ম ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে নাতালিয়া পারভেজের ব্যাট থেকে। বাকিরা কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।

ভারতের পক্ষে ১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন ক্রান্তি গুদ। ৯ ওভারে ৪৫ রান দিয়ে সমান ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। এছাড়া ২টি উইকেট নেন স্নেহ রানা।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত: ২৪৭/১০ (৫০ ওভার)

পাকিস্তান: ১৫৯/১০ (৪৩ ওভার)

ফলাফল: ভারত ৮৮ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট