Connect with us
ক্রিকেট

স্বাগতিক আমিরাতকে বিদায় করে সুপার ফোরে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

ছোট্ট পুঁজি, তবুও বড় জয় পেল পাকিস্তান। দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর নিশ্চিত করেছে সালমান আগার দল।

আর এতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো স্বাগতিক আমিরাত। ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে গেল পাকিস্তান।

এদিন নানা নাটকীয়তার পর ম্যাচ মাঠে গড়ায় এক ঘণ্টা দেরিতে। আম্পায়ার ইস্যুতে পাকিস্তানের আপত্তির কারণে এ বিলম্ব হয়।



ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তোলে পাকিস্তান। ফখর জামান করেন ঝোড়ো ফিফটি (৩৬ বলে ৫০), শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি খেলেন ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস।

যদিও ম্যাচে ১১ রানে ২ উইকে আর ৯৩ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান, তবে আফ্রিদির ঝড়ে লড়াকু সংগ্রহ পায় দলটি।

আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিকি ১৮ রানে ৪ উইকেট নেন, সিমরানজিত সিং শিকার করেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছন্দ হারায় স্বাগতিকরা। ধ্রুব পারেশার (২৩ বলে ২০) আর রাহুল চোপড়া (৩৫ বলে ৩৫) কিছুটা আশা দেখালেও দলকে টেনে নিতে পারেননি। পাকিস্তানের শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১০৫ রানে থামে আমিরাতের রানের চাকা।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট