
ইংল্যান্ডে সাবেক ক্রিকেটারদের নিয়ে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্ট। ৭ দলের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত-পাকিস্তানও। তবে গ্রুপ পর্বের ম্যাচে এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও ভারতের একাধিক ক্রিকেটারের আপত্তির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে একই টুর্নামেন্টে আবারও মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের।
ডব্লিউসিএলের সেমিফাইনালে সেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। এর ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিতে মুখোমুখি হতে পারে এই দুই দল।
ভারতের একাধিক ক্রিকেটারের আপত্তির কারণে গ্রুপ পর্বের ম্যাচটি বাতিল হয়েছিল। তবে সেটি গ্রুপ পর্বের ম্যাচ হওয়াতে তেমন প্রভাব পড়েনি। দুটো দলই সমান ১ পয়েন্ট করে পেয়েছে। যদিও এক পয়েন্ট নিয়ে ভারত খুশি হলেও, আপত্তি ছিল পাকিস্তানের। কিন্তু নকআউট পর্ব অর্থাৎ সেমিফাইনালে পয়েন্ট ভাগাভাগির সুযোগ নেই।
আরও পড়ুন:
» ভারতের বিপক্ষে শেষ টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড
» আইসিসির নতুন র্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?
এবার ভারত ম্যাচ বাতিল করলে ফাইনালে উঠবে কারা? এ নিয়েও রয়েছে নানা আলোচনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে পাকিস্তান। ৫ ম্যাচে ৯ পয়েন্ট দলটির। অন্যদিকে ৫ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত।
যদি ম্যাচ বাতিল হয়, সেক্ষেত্রে ফাইনালিস্ট নির্ধারণের জন্য পয়েন্ট অনুযায়ী হিসাব করা হলে সরাসরি ফাইনালে উঠতে পারে পাকিস্তান। পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিশ্চিত হতে পারে ভারতের। তবে শেষ পর্যন্ত কি করবে ভারত, এবারও ম্যাচ বাতিল করবে তারা?
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সেমিফাইনালের পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত। এবারও পূর্বের অবস্থানেই বহাল থাকবে তারা। তাছাড়া ভারত-পাকিস্তানের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে স্পন্সর কোম্পানি ইজমাইট্রিপ। তাই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা আরো বেড়েছে। তবে এখনো ভারতীয় দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত-পাকিস্তান। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/বিটি
