Connect with us
ক্রিকেট

২০২৬ যুব বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

Pakistan have announced the squad for the 2026 Youth World Cup.
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি- পিসিবি

আগামী বছরের শুরুতে পর্দা উঠছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসরের। আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে এবারের আসর। আসন্ন এই টুর্নামেন্টের জন্য মাসখানেক আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যুবাদের বিশ্বমঞ্চে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। বর্তমানে তার নেতৃত্বেই যুব এশিয়া কাপে খেলছে পাকিস্তান।

অবশ্য চলমান যুব এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন এসেছে বিশ্বকাপ দলে। মোহাম্মদ হুজাইফার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডানহাতি পেসার উমর জাইবকে।



যুব বিশ্বকাপের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই সিরিজ। জিম্বাবুয়ের মাঠে অনুষ্ঠিত হবে সিরিজটি।

এরপর শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। এবারের আসরে ‘বি’ গ্রুপে পড়েছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী ১৬ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। এরপর ১৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড ও ২২ জানুয়ারি গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দলটি।

বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব -১৯ দল : 

ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহ-অধিনায়ক), আবদুল সুবহান, আহমেদ হুসেন, আলী হাসান বেলুচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জহুর (উইকেটরক্ষক), হুজাইফা আহসান, মোমিন কামার, মোহাম্মদ সায়াম, মোহাম্মদ শায়ান (উইকেটরক্ষক), নিকাব শফিক, সমীর মিনহাস এবং উমর জায়েব।

রিজার্ভ : আবদুল কাদির, ফারহানুল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের সূচি:

১৬ জানুয়ারি – পাকিস্তান বনাম ইংল্যান্ড

১৯ জানুয়ারি – পাকিস্তান বনাম স্কটল্যান্ড

২২ জানুয়ারি – জিম্বাবুয়ে বনাম পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট