Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান

Pakistan gets bad news before Bangladesh tour
পাকিস্তান শিবিরে দুঃসংবাদ। ছবি- সংগৃহীত

চলতি মাসেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই পাকিস্তানকে আতিথ্য দেবেন লিটনরা। তবে এই সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগেই দুঃসংবাদ পেল পাকিস্তান। ইনজুরির কারণে এই সিরিজে অনিশ্চিত দলটির অন্যতম তারকা পেসার হারিস রউফ।

বল হাতে দারুণ সময় পার করছিলেন হারিস। জাতীয় দলের খেলা না থাকায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছিলেন তিনি। সেখানে স্যান ফ্রান্সিসকোর হয়ে শিকার করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। তার দলও জায়গা করে নিয়েছে প্লে-অফে।

তবে প্লে-অফের ম্যাচে খেলতে পারবেন না হারিস। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে তার ইনজুরির খবর জানিয়েছে স্যান ফ্রান্সিসকো।

আরও পড়ুন:

» লারার সম্মানে ৩৬৭ রান করে ইনিংস ছাড়লেন মুলডার

» টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা 

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন হারিস। চোট কাটিয়ে কবে নাগাদ মাঠে ফিরতে পারবে তা জানা যায়নি। তবে পাকিস্তানের বাংলাদেশ সফরেও খুব বেশি দিন সময় বাকি নেই। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হবে এই সিরিজ। এই সময়ে মধ্যে সেরে উঠতে না পারলে তাকে ছাড়াই বাংলাদেশ সফর করতে হবে দলটিকে।

এদিকে বাংলাদেশ সফরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহকেও না খেলানোর পরিকল্পনা করছে পাকিস্তান। সম্প্রতি এমন খবর জানিয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই। এই তিন তারকার পাশাপাশি অভিজ্ঞ পেসার হারিস রউফও না থাকলে কিছুটা হলেও ধাক্কা খাবে পাকিস্তান। তবে এতে বাংলাদেশের জন্য চাপ কমতে পারে।

আগামী ২০ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এরপর একদিন করে বিরতি দিয়ে ২২ ও ২৪ জুলাই যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট