Connect with us
ক্রিকেট

শেষদিকে প্রোটিয়াদের জোড়া উইকেট নিয়ে ম্যাচে ফিরল পাকিস্তান

Pakistan fought back late with two quick Proteas wickets.
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় শেষে ১৪৮ রানে এগিয়ে পাকিস্তান। ছবি- এএফপি

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। আজ (মঙ্গলবার) টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ৩৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল প্রোটিয়ারা। তবে দিনের শেষদিকে সফরকারীদের জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এখনো ১৪৮ রানে পিছিয়ে প্রোটিয়ারা। দিনশেষে মাঠে আছেন ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেনে। স্টাবস ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ৬৮ রান করে অপরাজিত আছেন। অপরপ্রান্তে ভেরেনে শেষদিকে নেমে ২৫ বলে ১০ রান করেন।

পাকিস্তানের হয়ে শেষদিকে পরপর দুই ওভারে ২টি উইকেট তুলে নেন ৩৮ বছরের অভিষিক্ত স্পিনার আসিফ আফ্রিদি। এছাড়া শাহীন শাহ আফ্রিদি এবং সাজিদ খান একটি করে উইকেট নেন।



এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানেই রায়ান রিকেল্টনকে হারায় দক্ষিণ আফ্রিকা। ২৬ বলে ১৪ রান করে ফিরে যান এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে স্টাবসের সঙ্গে জুটি গড়ে ২৫ রান যোগ করে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম। তার ব্যাটে আসে ৬২ বলে ৩২ রান।

এরপর তৃতীয় উইকেটে টনি ডি জর্জি ও স্টাবসের দারুণ এক জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। এই জুটিতে শতরানের যোগ করার পর আর কোনো উইকেট না হারিয়েই দ্বিতীয় দিন পার করার সুযোগ ছিল প্রোটিয়াদের সামনে। তবে দলের ১৬৭ রানের মাথায় আঘাত হানেন অভিষিক্ত আসিফ। ৫৫ রানে জর্জিকে ফিরিয়ে ভেঙে দেন ১১৩ রানের জুটি।

এরপর ডিওয়াল্ড ব্রেবিস এসেও সুবিধা করতে পারেননি। আসিফের পরের ওভারেই উইকেট দিয়ে ফেরেন এই তরুণ। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। পরবর্তীতে আর কোনো উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। স্টাবস ও ভেরেনের ১৪ রানের অপরাজিত জুটিতে দিন পার করে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে ৩৩৩ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক শান মাসুদ। ৬৬ রান করেন সৌদ শাকিল। ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৫৭ রান। এছাড়া সালমান আগা ৪৫, মোহাম্মদ রিজওয়ান ১৯, ইমামুল হক ১৭ এবং বাবর আজম ১৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৭ উইকেট শিকার করেন কেশব মহারাজ। এছাড়া সাইমন হার্মার ২টি এবং কাগিসো রাবাদা একটি উইকেট নেন।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট