Connect with us
ক্রিকেট

সুপার ফোরেও ভারতকে হারাতে পারল না পাকিস্তান

Pakistan failed to defeat India even in the Super Four.
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাজে পারফরম্যান্স করেছিল পাকিস্তান। প্রথম দেখায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি দলটি। তবে এবার সুপার ফোরের ম্যাচে ব্যাটিংয়ে ভালো করলেও বোলিংয়ে কোনো চ্যালেঞ্জ ছুড়তে পারেননি শাহীন আফ্রিদি-হারিস রউফরা। ফলে এবারো পাকিস্তান হারতে হয়েছে বড় ব্যবধানে। 

রোববার (২১ সেপ্টেম্বর) ভারতের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে সুপার ফোর শুরু করেছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এদিন রানতাড়ায় নেমে উড়ন্ত শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতেই ১০৫ রান তুলে নেয় তারা। ইনিংসের দশম ওভারে শুবমানকে বোল্ড করে এই জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ২৮ বলে ৮ চারের মারে ৪৭ রান করে ফেরেন শুবমান। তবে শুবমান অর্ধশতক মিস করলেও আরেক ওপেনার অভিষেক শর্মা আগেই অর্ধশতক তুলে নিয়েছিলেন।



শুবমান ফেরার পর তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। হ্যারিস রউফের বলে ক্যাচ তুলে দিয়ে কোনো রান করেই ফেরেন এই ব্যাটার। দলীয় ১২৩ রানের মাথায় সেট ব্যাটার অভিষেক শর্মাও আবরারকে উইকেট দিয়ে ফেরেন। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন।

পরবর্তীতে তিলাক ভার্মার অপরাজিত ১৯ বলে ৩০ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত৷ এছাড়া সঞ্জু স্যামসন ১৩ এবং হার্দিক পান্ডিয়া ৭ রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ২টি এবং ফাহিম আশরাফ ও আবরার আহমেদ একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফখর জামান। ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ওপেনার। আরেক ওপেনার সাইম আইয়ুব করেন ১৭ বলে ২১ রান। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ১৯ বলে ২১, ফাহিম আশরাফ ৮ বলে ২০, সালমান আগা ১৩ বলে ১৭ এবং ফখর জামান ৯ বলে ১৫ রান করেন।

ভারতের পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন শিবম দুবে। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। তবে আজ বেশ খরুচে ছিলেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ৪৫ রান দিয়েও কোনো উইকেটের দেখা পাননি এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ১৭১/৫ (২০ ওভার)

ভারত : ১৭৪/৪ (১৮.৫ ওভার)

ফলাফল : ভারত ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট