Connect with us
ক্রিকেট

কোনো জয় ছাড়াই ২০২৫ বিশ্বকাপ শেষ হলো পাকিস্তানের

Pakistan end their 2025 World Cup campaign without a single win.
২০২৫ নারী বিশ্বকাপে কোনো জয় পায়নি পাকিস্তান। ছবি- পিসিবি

কোনো জয় ছাড়াই চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। শুক্রবার (২৪ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে তারা। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে ৭ ম্যাচে কোনো জয় ছাড়াই বিশ্বকাপ মিশন শেষ হয়েছে ফাতিমা সানার দলটির।

এদিন কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৪.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান তোলার পর বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী না থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এ নিয়ে এই ভেন্যুতে ১১ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

অবশ্য কোনো জয় ছাড়াই ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান। তাদের ৭ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরিত্যক্ত ম্যাচগুলোতে ১ পয়েন্ট করে পেয়েছে তারা। আর তাতেই ৩ পয়েন্ট হয়েছে দলটির।



পাকিস্তান তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসদের কাছে ৭ উইকেটে হেরেছিলেন ফাতিমারা। এরপর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৮ রানে হেরেছে তারা। নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ১০৭ রানে হেরে যায় তারা।

টানা তিন হারের পর পাকিস্তানের পরের দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বড় সুযোগ থাকলেও বৃষ্টির কারণে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফাতিমাদের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচটিও পরিত্যক্ত হয়। ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বৃষ্টি আইনে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। সবশেষ সপ্তম ম্যাচটিও পরিত্যক্ত হওয়ায় জয় ছাড়াই বিশ্বকাপ শেষ হলো পাকিস্তানের।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট