Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান

Pakistan cancels press conference ahead of clash against India.
পাকিস্তান ক্রিকেট দল। ছবি- পিসিবি

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন তাদের পক্ষ থেকে আসেননি কেউ। 

সাধারণত প্রতিটি ম্যাচের পূর্বেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দলের পক্ষ থেকে—অধিনায়ক বা খেলোয়াড়, অথবা কোচিং স্টাফের কোনো একজন উপস্থিত থাকতে পারেন।

আগামীকাল ভারতের বিপক্ষে ‍সুপার ফোরের ম্যাচকে সামনে রেখে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) পাকিস্তান দলের পক্ষ থেকে একজনের সংবাদ সম্মেলন কক্ষে আসার কথা ছিল। কিন্তু আজকের সংবাদ সম্মেলন বাতিল করেছে তারা। খবর ক্রিইনফোর।



মূলত ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক প্রতিহিংসার প্রভাব পড়েছে ক্রিকেট ম্যাচেও। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পর থেকে দুই দলের মধ্যে উত্তেজনা ও বিতর্ক আরো বেড়েছে।

প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকেই বের হননি। আর এই ঘটনার রেশ ধরেই উত্তেজনা ও বিতর্ক বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

তবে এ নিয়ে পাকিস্তানের অভিযোগ ছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে। পিসিবির অভিযোগ, প্রথম ম্যাচের টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে মানা করেছিলেন। যা নীতিবিরুদ্ধ বলে দাবি করে পিসিবি।

এই ঘটনার রেশ ধরেই এর আগে আরব আমিরাত ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করেছিল পাকিস্তান। এবার ভারতের সঙ্গেও প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন বাতিল করেছে টিম পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট