বিশ্বকাপ খেলবে কি খেলবে না এই অনিশ্চয়তার মাঝেই সফরের প্রস্তুতি এগিয়ে রাখছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার পর এবার কলম্বো যাওয়ার বিমানের টিকিটও কেটে ফেলেছে দলটি। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) লাহোর থেকে রওনা দেওয়ার কথা রয়েছে পাকিস্তান দলের।
টেলিকম এশিয়া স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও দল অস্ট্রেলিয়ার সঙ্গে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করেছে। একই সূত্র জানিয়েছে, শুক্রবারের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। তবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় আপত্তি জানিয়ে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। পিসিবি প্রকাশ্যে জানায়, এই ইস্যুতে তারা অবস্থান পর্যালোচনা করছে।
ঘটনার সূত্রপাত বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে। বিসিবি ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা নাকচ করে দেয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ইতিবাচক বার্তা আসার পরও ভারতে খেলতে অনাগ্রহ জানালে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান নিয়ে জল্পনা বাড়লেও বাস্তবে তাদের প্রস্তুতি থেমে নেই। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি আপাতত এগিয়ে রাখছে পিসিবি।
এদিকে, ক্রিকবাজে এক আলোচনায় হার্শা ভোগলে স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে। তার মতে, বিষয়টি নিয়ে অযথা নাটকীয়তা তৈরি করা হচ্ছে। অন্যদিকে আরেক ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে বলেন, পাকিস্তান শেষ পর্যন্ত খেলতেই বাধ্য হবে। তার মতে, বিশ্বকাপের মতো মঞ্চ এড়িয়ে যাওয়ার ঝুঁকি তারা নেবে না।
এর আগে টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কটের পথে না গেলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ‘শর্তসাপেক্ষ’ ভাবনা রয়েছে। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তার আগে পাকিস্তান খেলবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রতিবেদনটি দাবি করেছিল, প্রথম দুই ম্যাচে জিতলে ভারত ম্যাচ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখতে পারে পাকিস্তান। গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার বিপক্ষে। সেক্ষেত্রে শুরুতে জয় পেলে ভারতের বিপক্ষে না খেলেও সুপার পর্বে যাওয়ার সমীকরণ সহজ হতে পারে এমন হিসাব করছে বোর্ডের ভেতরের একটি অংশ। কিন্তু প্লেনের টিকিট কাটা বিশ্বকাপে তাদের অংশগ্রহণকে আরও নিশ্চয়তা প্রদান করছে।
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/টিএ
