রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার উসমান তারিক। ১০ম ওভারে হ্যাটট্রিকসহ তিনি ১৮ রানে ৪ উইকেট সংগ্রহ করেন। টি–টোয়েন্টির ইতিহাসে এটি পাকিস্তানের হয়ে চতুর্থ হ্যাটট্রিক।
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ১৯ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায়। শুরুতে নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দারুণ চাপ তৈরি করলে পরবর্তীতে উসমান তারিকের স্পেলে দ্রুত উইকেট হারায় দলটি। জিম্বাবুয়ের পক্ষে কেবল রায়ান বার্ল একাই লড়াই করে যান। তিনি ৪৯ বলে অপরাজিত ৬৭ রান করেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ১৯৫ রান। ২৯ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে বাবর আজম ও সাহিবজাদা ফারহানের ১০৩ রানের জুটি পাকিস্তানের ইনিংস গড়ে দেয়। ফারহান ৪১ বলে ৬৩ রান করে আউট হলেও অন্য প্রান্তে বাবর টিকে থাকেন। আউট হবার আগে তিনি ৫২ বলে ৭৪ রান করেন। শেষ দিকে ফখর জামান ১০ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। জিম্বাবুয়ের ব্র্যাড ইভানসের করা শেষ ওভারেই দিয়ে বসেন ২৫ রান।
তিন দেশ নিয়ে আয়োজন করা ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ছাড়াও অংশগ্রহণ করেছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলেও এখনো কোনো জয়লাভ করতে পারেনি। জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে জয় পেয়ছে। ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে তিন ম্যাচেই ৩ জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। একিসাথে সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়ে ফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তারা। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। এদিকে পাকিস্তানের জায়গা নিশ্চিত হলেও দ্বিতীয় ফাইনালিস্ট এখনো চূড়ান্ত হয়নি। আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এতে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কারা হতে যাচ্ছে পাকিস্তানের সাথে দ্বিতীয় ফাইনালিস্ট।
আগামী ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/টিএ