Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান

Pakistan Shaheen
ফাইনালে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ দল আগেই নাটকীয়ভাবে ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে রেখেছিল। অপেক্ষা ছিল শুধু প্রতিপক্ষ কে হবে। সেই প্রশ্নের উত্তর মিলল দোহায় দ্বিতীয় সেমিফাইনালে। শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। ফাইনালে আকবর আলীরা পাকিস্তানের যুবাদের বিপক্ষে লড়বেন শিরোপার জন্য।

ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দিবারাত্রির এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুব বেশি বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৩। ইনিংসের শেষদিকে দাঁড়িয়ে থেকে ৩৬ বলে অপরাজিত ৩৯ রান করেন গাজী ঘোরি। বল হাতে শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রানে ৪ উইকেট, ত্রাভিন ম্যাথু নেন ২২ রানে ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা উড়ন্ত সূচনা পায়। মাত্র ১.২ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ২৯ রান। লাসিথ ক্রুসপুল্লে ৭ বলে ২৭ রানের ঝড় তুলে ফিরতেই ভাঙে ওপেনিং জুটি। এরপর ভিষেন হালামবাগে ছোট ছোট জুটি গড়ে ইনিংসকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি দলটি। ৯৯ রানে পড়ে যায় আট উইকেট।



হালামবাগেও আউট হয়ে গেলে ম্যাচ চলে যায় পাকিস্তানের দিকে। তবে শেষদিকে মিলান রত্নানায়াকে ও ম্যাথুকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ৪৭ রান তুলে জয়ের আশা তৈরি করেন।

কিন্তু শেষটা ভালো হয়নি শ্রীলঙ্কার। রত্নানায়াকে যখন আউট হন, তখন বাকি ছিল মাত্র তিন বল। ৩২ বলে তার ৪০ রানের ইনিংসটুকুই শেষ পর্যন্ত শ্রীলঙ্কার আশা টিকিয়ে রেখেছিল। ৯ উইকেটে ১৪৮ রানে থামে তাদের লড়াই।

এদিকে পাকিস্তানের পক্ষে সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম নেন তিনটি করে উইকেট। শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ২৯ রান করেন হালামবাগে।

ফাইনালে এখন বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ রাইজিং স্টারস এশিয়া কাপের মধ্য দিয়েই নতুন চ্যাম্পিয়ন ঠিক হবে। আগামী ২৩ নভেম্বর কাতারের দোহাতে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩৯ মিনিটে ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট