
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সূচি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি পুরোপুরি। কেননা আনুষ্ঠানিক সূচি এখন পর্যন্ত পাঁচ ম্যাচের দেখানো হলেও এটি হতে যাচ্ছে তিন ম্যাচের, এমনটাই জানা যাচ্ছে। আর সেই হিসেবে দল ঘোষণা করেছে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া এই টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানের ঘোষিত দলে রয়েছে চমক। এক বিবৃতি দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই বিবৃতিতে বলা হয়েছে চলমান পিএসএলের পারফরম্যান্স ভিত্তিতে ঘোষণা করা হয়েছে এই দল।
পাকিস্তানের সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন তারকা ক্রিকেটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তারা ফিরতে পারেননি দলে। পাশাপাশি আরেক তারকা ক্রিকেটার শাহীন আফ্রিদিও জায়গা হারিয়েছেন স্কোয়াড থেকে। তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে দল ঘোষণার চমক দেখিয়েছে পিসিবি।
আরও পড়ুন:
» বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (২১ মে ২৫)
» দুর্দান্ত জয় দিয়ে ২০২৫ আইপিএল শেষ করল রাজস্থান
সালমান আলী আঘা দলের অধিনায়ক এবং বাংলাদেশ সিরিজের জন্য সহ-অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান। এছাড়া এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান সুযোগ পেয়েছেন দলে। আর দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন সাইম আইয়ুব।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যকার অস্থিরতার জেরে পিছিয়েছিল পিএসএল। যার ফলে বাংলাদেশ সিরিজও পিছিয়ে যায়। তবে আগামী মাসের শুরুতে ঈদ-উল-আযহা হওয়ায় এবং ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় সিরাজে খেলা হবে তিন ম্যাচ। সূচি এখনো ঘোষণা না হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে ২৭, ২৯ ও ৩১ মে ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, শহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, সাইম আইয়ুব, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান ও নাসিম শাহ।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/এফএএস
