Connect with us
ক্রিকেট

তিন তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে পাকিস্তানের দল ঘোষণা

SHAHIN, RIZWAN AND BABAR
শাহীন আফ্রীদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের গোছাতে শুরু করেছে প্রতিটি দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান।

ইতোমধ্যে নিজেদের দল ঘোষণা পাকিস্তান। বেশ চমক রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করেছে তারা। বাদ দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য আজ (রোববার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর, রিজওয়ান ও শাহীন ছাড়াও দলে জায়গা হয়নি পেসার হারিস রউফের।



অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলায় তাদের দলে রাখা হয়নি বলে জানিয়েছে পিসিবি। বিবিএলে ব্যস্ত সময় পার করা চার ক্রিকেটারের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের।

সালমান আলি আগাকে অধিনায়ক করে পাকিস্তানের ঘোষণা করা ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফে। অভিষেকের অপেক্ষায় আছেন এই ক্রিকেটার। দলে ফিরেছেন বিবিএলে সময় পার করা অলরাউন্ডার শাদাব খান।

আাগমী ৭ জানুয়ারি ডাম্বুলায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। ৯ ও ১১ জানুয়ারি হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সবগুলো ম্যাচ  হবে শ্রীলঙ্কায়। তাই টুর্নামেন্টের একমাস আগেই নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে খেলবে পাকিস্তান। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

পাকিস্তান দলঃ

সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট