
আগামী মাসে পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে। আইসিসির এই বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যেই বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড। এবার পাকিস্তানও বিশ্ব মঞ্চে লড়াইয়ের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে।
আজ সোমবার (২৩ আগস্ট) আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলের নেতৃত্বে থাকছেন ফাতিমা সানা। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপে খেলবে পাকিস্তানের মেয়েরা। আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুনিবা আলি।
এই দলে বড় চমক আয়মান ফাতিমা। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি তার। গত আগস্টে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তার। এবার বিশ্বকাপের মঞ্চে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ২০ বছর বয়সী এই ক্রিকেটার। এছাড়া প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আরো ৬ ক্রিকেটার।
আগামী আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তান থাকায় টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।
আগামী ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। পাকিস্তানের বাকি ম্যাচগুলোও এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৮ অক্টোবর অস্ট্রেলিয়া, ১৫ অক্টোবর ইংল্যান্ড, ১৮ অক্টোবর নিউজিল্যান্ড, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ফাতিমা সানার দল।
পাকিস্তানের স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলি (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ, আইমান ফাতিমা, নাশরা সান্ধু, ওমাইমা সোহাইল, রামীন শামিম, নাতালিয়া পারভিজ, সাদাফ শামস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নাওয়াজ ও সায়েদা আরুব শাহ।
রিজার্ভ: গুল ফিরোজা, নাজিহা আলভী, তুবা হাসান, উম্ম-এ-হানি ও ওয়াহিদা আক্তার।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/বিটি
