
এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লড়ছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্যে দীর্ঘদিন পর হাসি ফুটেছে লিটন দাসের মুখে। টানা ৯ ম্যাচ পর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জিতে শুরুটা দারুণ করেছে স্বাগতিকরা। ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৬৬ রান।
নতুন বলে ইনিংস শুরু করেন শেখ মেহেদি হাসান। শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করা এই অফ স্পিনার ঘরের মাঠেও ছন্দে ছিলেন। ইনিংসের প্রথম ওভারেই ফখর জামানকে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু তাসকিন আহমেদ সহজ ক্যাচ ফেলে দেন। তাতে ৪ রানে জীবন পান ফখর।
আরও পড়ুন :
» সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইতিহাস গড়লেন এই ‘রহস্যময়’ স্পিনার
» যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত
তবে সেই মিসের প্রতিশোধ নেন তাসকিন নিজেই। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই সায়িম আইয়ুবকে ফিরিয়ে দেন এই পেসার। ৪ বল মোকাবিলা করে ৬ রান করেন সায়িম।
তৃতীয় ওভারে আবার আঘাত হানে বাংলাদেশ। তিনে নামা মোহাম্মদ হারিস শেখ মেহেদির বলে বিশাল ছক্কা মারতে গিয়ে কাউ কর্নারে শামীম হোসেনের হাতে ধরা পড়েন। তিনি করেন ৩ বলে ৪ রান।
এরপর পঞ্চম ওভারে আক্রমণে আসেন তানজিম সাকিব। এসেই ব্রেকথ্রু এনে দেন ডানহাতি এই পেসার। সালমান আলি আগা স্কুপ করতে গিয়ে লিটন দাসের গ্লাভসবন্দি হন। ইনিংসের গতি রুদ্ধ হয় আরও।
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের বাউন্সারে ব্যাট চালিয়ে টপ এজ দেন হাসান নাওয়াজ, ক্যাচ তালুবন্দি করেন থার্ডম্যানে থাকা রিশাদ হোসেন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন হাসান।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৬৬/৫ (১০)
ক্রিফোস্পোর্টস/২০জুলাই২৫/এসএ/এনজি
