
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাঁধের চোটের কারণে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। শেষ পর্যন্ত সেই ইনজুরিই তাকে পুরো সিরিজ থেকে ছিটকে দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, জোসেফ কাঁধে অস্বস্তি অনুভব করছিলেন। তাকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা যায়।
২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার ভারতের বিপক্ষে আগের টেস্ট সিরিজেও একই চোটে ভুগে মাঠের বাইরে ছিলেন। এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ফিরতে পারলেন না।
জোসেফ ছাড়াও দলের আরেক তরুণ পেসার জেদিয়া ব্লেডস চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। ২৩ বছর বয়সী এই বাঁহাতি বোলার পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচারে আক্রান্ত হয়েছেন। ফলে তিনি শুধু বাংলাদেশের বিপক্ষে নয়, আসন্ন নিউজিল্যান্ড সফরেও খেলতে পারবেন না। ব্লেডস চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নিজ দেশে ফিরে যাচ্ছেন।
এই দুই বোলারের বদলে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ করা হয়েছে আকিল হোসেন ও র্যামন সাইমন্ডসকে। দুজনই আগে থেকেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন।
এদিকে বাংলাদেশের ওয়ানডেতে দলে যুক্ত করা হয়েছে একজন অতিরিক্ত বাহাঁতি স্পিনার। পিচের কন্ডিশন বিবেচনায় নিয়ে দলে যুক্ত করা হয়েছে নাসুম আহম্মেদকে। দ্বিতীয় ওয়ানডেতে হয়তো দুই দলেই দেখা যেতে পারে এই দুই স্পিনারকে।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ঢাকার স্লো পিচে বাংলাদেশ ৭৪ রানে জয় পেয়েছে। দুই দলের ব্যাটাররাই সেদিন ব্যর্থতার পরিচয় দিয়েছে । কোনো দলের ব্যাটাররাই নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। বাংলাদেশের ব্যাটাররা ৪৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ । তাই স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে মানিয়ে নিতে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সফরকারী দপ। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ (২১ অক্টোবর) ও ২৩ অক্টোবর।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/টিএ
