
গতকাল রাতে আফগানিস্তান ম্যাচের শেষেই খবর পাওয়া গিয়েছিল, লঙ্কান ক্রিকেটার ডুনিথ ওয়েল্লালাগের পিতা মারা গেছেন। এবার একই রাতে পাওয়া গেল টাইগার পেসার এবাদত হোসেনের বাবার মৃত্যুর সংবাদও। গতকাল বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন এবাদতের পিতা নিজাম উদ্দিন চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা যায়, এবাদত হোসেন চৌধুরীর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত তাঁর চিকিৎসাও চলছিল। শারিরীকভাবে অনেকটাই সুস্থও ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়িতে তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করলে তাঁকে নিয়ে সিলেট হাসপাতালে রওয়ানা দেন এবাদত হোসেন। কিন্তু পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তার বাবা। পরে সিলেট ওয়েসিস হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এবাদত হোসেনের বাবা মারা যাওয়ার খবরে সমবেদনা জানিয়েছেন তার জাতীয় দলের আরেক সতীর্থ তাওহীদ হৃদয়। তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার ভাই এবাদত হোসেনের বাবার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এবাদতের বাবার আত্মার শান্তি কামনা করি।’
এছাড়া একই পোস্টে লঙ্কান ক্রিকেটার ওয়েল্লালাগের পিতার মৃত্যুর খবরেও সমবেদনা জানিয়েছেন হৃদয়। তিনি আরও লিখেন, ‘বাবার মৃত্যুর খবরে ডুনিথ ওয়েল্লালাগের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তারা যেন শক্তি এবং সান্তনা পান।’ গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। যে খবর ম্যাচ শেষে মাঠ থেকেই পান এই ক্রিকেটার।
নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামে। তবে বর্তমানে তিনি একই ইউনিয়নের রুকনপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি ছিলেন একজন সাবেক বিজিবি সদস্য। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালতলী ঈদগাহ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে তাঁকে।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এফএএস
