
এক হাতে ব্যাট করে রান নিতে ছুটছেন খেলোয়াড়, হাজারো দর্শকের বুক ধড়ফড় করছে, কেউ লাফাচ্ছে, কেউ মাথায় হাত দিচ্ছে। এটা যেন ক্রিকেট নয়, নাটক! ওভাল টেস্টে যা ঘটল, তা এক কথায় সিনেমার চেয়েও বেশি কিছু।
শেষ দিনে দরকার মাত্র ৩৫ রান, হাতে ৩ উইকেট…। ইংল্যান্ডের সামনে ইতিহাস, আর ভারতের সামনে এক টুকরো গর্ব। কিন্তু এই চাপের মঞ্চে আবির্ভাব হলেন মোহাম্মদ সিরাজ।
অ্যাটকিনসন ছয় মারলেন এক হাতে, কিন্তু পরের বলেই তার অফ-স্টাম্প উড়ে গেল। যেন সময় থমকে গেল- তারপর বিস্ফোরণ, উল্লাস, বিজয়। সিরিজ ২-২, কিন্তু আবেগে যেন ভারত জিতল সবকিছু।
গ্যালারিতে তখন উৎসব, লর্ড নেলসনের শেষ দৃশ্য যেন মঞ্চস্থ হচ্ছে। তারা হয়তো জিতেনি, কিন্তু জিতে নিয়েছে হৃদয়। ওভালের সিঁড়িতে পড়ে থাকা জুতা আর খালি বাক্স যেন বলছে- এটাই হওয়া উচিত ছিল শেষ দৃশ্য।
ক্রিকেট, যেখানে টুপি খোলা সম্মানটাই বড় কথা। আর এই টেস্ট? হয়তো এটাই ছিল তার চূড়ান্ত রূপ। সিরাজের বল, স্টোকসের নেতৃত্ব- সব মিলিয়ে ওভালে লেখা হলো এক অমর ক্রিকেট কাহিনি।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/এসএ
