
২০২৫ ব্যালন ডি’অরের দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত নাম উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর এই ফরাসি ফরোয়ার্ড চলতি মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যেই করেছেন ৩৩টি গোল এবং পিএসজির সম্ভাব্য ‘কোয়াড্রাপল’ জয়ের অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
ক্লাবটি ইতোমধ্যে জিতে নিয়েছে লিগ-১, সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ । দেম্বেলের ধারাবাহিকতা তাকে ব্যালন ডি’অরের অন্যতম শীর্ষ দাবিদারে পরিণত করেছে।
তবে প্রতিদ্বন্দ্বিতাও কম নয়। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা ও রয়েছেন আলোচনার কেন্দ্রে। ঘরোয়া ডাবল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই দুই খেলোয়াড়, যা ব্যালন ডি’অরের বিবেচনায় গুরুত্বপূর্ণ হতে পারে।
আরও পড়ুন
» ব্যালন ডি’অর অনুষ্ঠান কবে? জানালো আয়োজক সংস্থা
» আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন শান্ত
এছাড়া লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও জোরালোভাবে লড়াইয়ে আছেন। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ৪৬টি, যা একটি নতুন রেকর্ড। সালাহর এই পারফরম্যান্স লিভারপুলকে তাদের ইতিহাসের ২০তম শীর্ষ লিগ শিরোপা এনে দিতে বড় ভূমিকা রেখেছে।
গত বছর (২০২৪) ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রোদ্রি। প্রিমিয়ার লিগে দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের জয়ে তার অবদান ছিল অনন্য।
The 6️⃣9️⃣th ceremony of the Ballon d’Or
📍 Paris, Théâtre du Châtelet
📅 September, 22nd 2025@UEFA #ballondor pic.twitter.com/6fkV7BhUNT
— Ballon d’Or (@ballondor) May 19, 2025
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য ৬৯ তম ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই মৌসুমের সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দ্য শাটলে অনুষ্ঠিত হবে। এবারের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে আগস্টের শুরুর দিকে।
সূত্র- দ্য ফুটবল ফেইথফুল
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এসএ
