
অধিনায়ক নুরুল হাসান সোহান এর নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সোহানদের লক্ষ্য একটাই, ট্রফি জয়।
বাংলাদেশ দল বৃহস্পতিবার ও শুক্রবার দুই ধাপে রওনা দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশে। অস্ট্রেলিয়ার মূল মৌসুমের বাইরে গত তিন বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। গত আসরে আকবর আলির নেতৃত্বে রানার্স-আপ হয়েছিল দলটি, ফাইনালে হেরেছিল অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে।
বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে সোহান বলেন, একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি আমরা। এখানে খুব ভালো দলগুলো খেলছে। আমাদের জন্য দারুণ সুযোগ। অবশ্যই চাইব যেন ফাইনাল খেলতে পারি। আসলে শুধু ফাইনাল না, ট্রফিই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, শেখার প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি না, কারণ আমরা শিখতেই থাকি। শেখা জীবনেরই অংশ। কিন্তু যেহেতু আমরা একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আমাদের লক্ষ্য সোজাসাপটা-শিরোপা জয়।
অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ সাধারণত খুব বেশি মেলে না বাংলাদেশের ক্রিকেটারদের। তাই পরপর দুই বছর সেখানে অংশগ্রহণকে বড় প্রাপ্তি মনে করছেন সোহান।
অনেক ভালো দল আছে এই টুর্নামেন্টে- পাকিস্তান ‘এ’ দল, নেপালের জাতীয় দল। প্রতিপক্ষের শক্তি ও কন্ডিশন বিবেচনায় এটা আমাদের জন্য বড় সুযোগ।
এদিকে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা সোহান এই সফরকেও দেখছেন নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। বলেন, যেখানে খেলছি, চেষ্টা করছি ভালো করার। জাতীয় দলের হয়ে খেলা আমার ছোটবেলার স্বপ্ন ছিল, এখনও সেটাই দেখি। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে থাকলেও আপাতত শুধু এই সফরেই মনোযোগ সোহানের। সম্প্রতি জাতীয় দলে না থাকা নিয়ে নানা আলোচনা হয়েছিল সোহানকে ঘিরে। কেউ কেউ দাবি করেছিলেন, গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে তিনি নাকি নিজেই জাতীয় দলের সিরিজে থাকতে চাননি। তবে সোহান সেই অভিযোগ সরাসরি নাকচ করেছেন।
বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, গ্লোবাল টি-টোয়েন্টি আমার প্রথম পছন্দ ছিল না। আমি চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম। জাতীয় দলে সুযোগ না পেয়ে যখন সময় পেলাম, তখন খেলেছি। বাসায় বসে থাকার চেয়ে খেলা ভালো মনে হয়েছে বলেই সিদ্ধান্তটা নিয়েছি।
বাংলাদেশ স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি
