Connect with us
ক্রিকেট

মিরপুরে ১০ বছর পর ওয়ানডেতে শতরানের ওপেনিং জুটি

শতরানের ওপেনিং জুটিতে সাইফ-সৌম্য
শতরানের ওপেনিং জুটিতে সাইফ-সৌম্য। ছবি: সংগৃহীত

মিরপুরে আজ যেন অন্যরকম ব্যাটিং চিত্র। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে যেখানে ব্যাটসম্যানদের টিকে থাকাই কঠিন ছিল, সেখানে আজ উইকেট একেবারে বদলে গেছে। সেই উইকেটেই দারুণ ব্যাটিং করে যাচ্ছেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।

দুজন মিলে গড়েছেন শতরানের জুটি। মিরপুরে ওয়ানডেতে ২০১৫ সালের পর এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ১৪৭ রানের পার্টনারশিপ।

আজ সাইফ হাসান নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন মাত্র ৪৪ বলে। তার আগেই ফিফটি পূর্ণ করেছেন সৌম্য সরকার। তিনি ৪৮ বলে ৫০ রান করেন, স্ট্রাইকরেট ছিল ১০০-এর ওপরে।



এটাই সৌম্য সরকারের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ। সর্বশেষ ফিফটিটাও তিনি করেছিলেন এই দলের বিপক্ষেই ২০২৪ সালের ডিসেম্বরে। সে বছর ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৩ সালের মার্চের পর এই প্রথম ওপেনিং জুটি থেকে শতরান পেল দলটি। সেবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ও লিটন করেছিলেন ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি। সর্বশেষ দেখা পর্যন্ত বাংলাদেশ ২১ ওভারে ১৪৫ রানে ব্যাটিং করছে। সৌম্য সরকার ৬৮ বলে ৭৮ রান এবং সাইফ হাসান ৫৮ বলে ৬৩ রানে অপরাজিত আছেন।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট