Connect with us
ক্রিকেট

ওপেনার নাঈম কেন চারে খেলেছিলেন, জানালেন নিজেই

Naim Sheikh
নাঈম শেখ। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের প্রথম প্রথম টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাট করেছিলেন নাইম শেখ। সবসময় ওপেনিংয়ে খেলা এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে সেদিন প্রথমবার চারে খেলতে নেমেছিলেন। যা দেখে অবাক হয়েছিলেন অনেকেই। হুট করে চারে ব্যাট করতে নামার ব্যাখ্যা দিয়েছেন এই ওপেনার।

মূলত প্রথম টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে একাদশে ছিলেন না জাকের আলী। আর তার পরিবর্তেই দলে সুযোগ পান নাঈম। তবে ওপেনিংয়ের জায়গা আগে থেকেই ঠিক করা ছিল। যে কারণে ওপেনিংয়েও দেখা যায়নি তাকে, খেলছেন চারে।

শুক্রবার (১৮ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম বলেন, ‘আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল। এ কারণে আমাকে চারে খেলতে হয়েছে। আমার মূলত পাঁচে খেলার কথা ছিল। কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমি চারে খেলেছি। আমার খেলার কথাই ছিল না, জাকের ইনজুরিতে থাকার কারণে আমি খেলেছি।’

আরও পড়ুন:

» নেপালের বিপক্ষে থাকছেন না হামজা-সামিত-ফাহামিদুলরা

» লিটন, মিরাজ নাকি তাইজুল- কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক? 

হুট করে চারে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি নাঈম। ২৯ বলে ১ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। যার ফলে শুরুতে রান তোলার গতিও ভালো থাকলেও মাঝের ধীরগতির কারণে শেষ পর্যন্ত বড় দলীয় সংগ্রহ পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। যে কারণে অনেক ক্রিকেট বিশ্লেষকই তাকে চারে খেলানোর সমালোচনা করেন।

সেদিন নাঈম নিজেও মিডল অর্ডারে নেমে কিছু বুঝে উঠতে পারেননি। তাই রান তুলতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে, ‘সবসময় ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। কিন্তু হঠাৎ করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডারের খেলোয়াড়রা যে জিনিসটা বেশি ভুগে, ওই জিনিসগুলো কিন্তু সাধারণত আমার জানা ছিল না। অনেক সময় বাইরে থেকে সহজ মনে হলেও ওটা টোটালি ভিন্ন একটা জায়গা। মিডলে খেলে নতুন একটা অভিজ্ঞতা হলো।’

এদিকে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বিসিবি। তাই নাঈমও থাকছেন এই সিরিজে। তবে আজ বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। নাঈম মিরপুরে ঐচ্ছিক অনুশীলন সেরেছেন।

ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট