Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন সাবিনাদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই ইতিহাস গড়া বাংলাদেশ দলকে ঘিরে দেশে উৎসবের প্রস্তুতি। থাইল্যান্ড থেকে শিরোপা জিতে ফিরছেন সাবিনা খাতুনরা। বিমানবন্দরে নামার পরই তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে নারী ফুটসাল দল। সেখান থেকে চ্যাম্পিয়নদের ছাদখোলা দোতলা বাসে করে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল এম্ফি থিয়েটারে। সেখানে আয়োজন করা হয়েছে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের। বরণে ব্যবহৃত বাসের সামনেই থাকছে খেলোয়াড়দের ছবি ও ‘চ্যাম্পিয়নস’ লেখা ব্যানার।

থাইল্যান্ডের হুয়ামাক ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২৫ জানুয়ারি স্বাগতিক থাইল্যান্ডকে ১৪–২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনারা। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ভারত।



নারী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার দৃশ্য অবশ্য নতুন নয়। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পরও একইভাবে বরণ করা হয়েছিল দলকে। সেই দুই আসরেই ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

ফুটসাল সংস্করণে এবারই প্রথম সাফ আয়োজন। আর প্রথম আসরেই শিরোপা এনে দিয়ে নারী ফুটবল নতুন আরেকটি অধ্যায় যোগ করল দেশের ক্রীড়াঙ্গনে। এখন অপেক্ষা, বিমানবন্দর থেকে হাতিরঝিল চ্যাম্পিয়নদের বিজয়যাত্রা দেখার।

উল্লেখ্য, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন মহিলা কাপ) হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত মহিলা জাতীয় ফুটবল দলগুলোর প্রধানতম ফুটবল প্রতিযোগিতা। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের সাতটি সদস্য দেশের জাতীয় মহিলা দল অংশগ্রহণ করে থাকে। পূর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল আটটি। ২০১৬ সালের পর আফগানিস্তান সাফ থেকে মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশনে যোগ দেয়।

সাফ সদস্য দেশ সমূহ হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে।

এ যাবত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৭টি প্রতিযোগিতার মধ্যে ২ বার ফাইনালে নেপালকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং বাকী ৫টিতে ফাইনালে চার বার নেপালকে এবং একবার বাংলাদেশকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এবার থাইল্যান্ডকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন তকমা পেল বাংলাদেশের নারীরা।

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল