
আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। যেখানে অংশ নেবে বাংলাদেশও। এই বাছাইপর্বকে সামনে রেখে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। যেখানে সুযোগ পেয়েছেন প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ১৯ জনের আংশিক দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে প্রবাসী ফুটবলারদের মধ্যে শুধু জায়ান আহমেদ জায়গা পেয়েছেন। গত জুনের শেষের দিকে ৪৯ জন প্রবাসী ফুটবলার নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। এই ট্রায়াল থেকে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু প্রথম ধাপে সুযোগ পেয়েছেন কেবল যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান।
তবে এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন ২৩ ফুটবলার। তাই এই ক্যাম্পটি হবে আংশিক। পরবর্তীতে আরো ফুটবলার ডাকা হবে এই ক্যাম্পে। তাছাড়া বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের কয়েকজন ফুটবলারকে এখনো ডাকা হয়নি। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ কাপে আলাদা আলাদা ম্যাচে খেলবে এই দুই ক্লাব। পরবর্তীতে তারা ক্যাম্পে যোগ দেবেন।
আরও পড়ুন:
» জাতীয় দলে গ্রুপিং নিয়ে মুখ খুললেন শান্ত
» ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ
এদিকে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দলে ডাক পাওয়ার কথা রয়েছে জাতীয় দলের প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম এবং সম্প্রতি সান্ডারল্যান্ড অনূর্ধ-২৩ দল থেকে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া কিউবা মিচেল। খুব শিগগিরই হয়ত ক্যাম্পে দেখা যাবে তাদেরকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল (আংশিক) :
গোলরক্ষক: সাকিব আল হাসান, মোহাম্মদ ইমন, মোহাম্মদ আসিফ।
ডিফেন্ডার: জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাকাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী।
মিডফিল্ডার: আশরাফুল হক আসিফ, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মইনুল ইসলাম মইন।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিশান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা,, মুরশেদ আলী।
প্রসঙ্গত, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে সি-গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। আগামী ৩ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/বিটি
