টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২১ দিন। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাও তত বাড়ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়ার অবস্থানে এখনো অনড় বাংলাদেশ। বিসিবি পরিষ্কার করে জানিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ম্যাচ হতে হবে শ্রীলঙ্কা বা বিকল্প কোনো ভেন্যুতে। তবে আইসিসির অবস্থান ভিন্ন। তাদের মতে, এত অল্প সময়ে ভেন্যু বদলানো বাস্তবতা বিবেচনায় প্রায় অসম্ভব।
বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। আজ ১৭ জানুয়ারি মানে হাতে আছে তিন সপ্তাহেরও কম সময়। এই সময়ে পুরো সূচি ও ভেন্যু পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হলে আইসিসিকে যেতে হবে জটিল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কারণ, ইতোমধ্যে টুর্নামেন্ট আয়োজনের প্রায় সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানো মানে শুধু একটি দল নয়, পুরো গ্রুপের হিসাব–নিকাশ পাল্টে ফেলা।
তবু আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব নিয়ে আলোচনা করতে আজ ঢাকায় আসছেন আইসিসির এক প্রতিনিধি। শুরুতে দুজন প্রতিনিধি আসার কথা থাকলেও ভিসা জটিলতায় একজন আসতে পারেননি। সংশ্লিষ্ট সূত্র মতে, বিসিবির পাশাপাশি সরকারের সঙ্গেও বৈঠক হতে পারে আইসিসির ওই প্রতিনিধির।
এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই বাংলাদেশের খেলার মতো কোনো বাস্তবসম্মত সমাধান কি আছে? আইসিসির হাতে যে কয়েকটি বিকল্প থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে সহজ পথ হলো গ্রুপ অদলবদল।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ‘সি’ গ্রুপের সব ম্যাচই রাখা হয়েছে ভারতের মুম্বাই ও কলকাতায়। অন্যদিকে ‘বি’ গ্রুপের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বো ও পাল্লেকেলেতে। সেই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড।
আইসিসি চাইলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের জায়গা অদলবদল করতে পারে। দুই দলই নিজ নিজ গ্রুপে তৃতীয় অবস্থানে আছে। আয়ারল্যান্ড ‘সি’ গ্রুপে গেলে তাদের ম্যাচ হবে ভারতে, আর বাংলাদেশ ‘বি’ গ্রুপে গেলে খেলতে পারবে শ্রীলঙ্কায়। এতে করে সূচির বড় কোনো কাঠামো পরিবর্তন করতে হবে না, সমস্যারও তুলনামূলক সহজ সমাধান মিলতে পারে।
আরেকটি পথ হলো পুরো ‘বি’ গ্রুপের ম্যাচ ভারত ও ‘সি’ গ্রুপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া। তবে সেটি অনেক বেশি জটিল। কারণ, এতে দুই গ্রুপের দশটি দল, সম্প্রচার পরিকল্পনা, ভ্রমণ সূচি সবকিছুতেই বড় ধরনের পরিবর্তন আনতে হবে। টুর্নামেন্টের এত কাছে এসে এমন সিদ্ধান্ত নিতে হলে আইসিসিকে অন্য বোর্ডগুলোর সম্মতিও লাগবে।
এই পুরো প্রক্রিয়ায় স্বাগতিক বোর্ড বিসিসিআইয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বার্থে যদি গ্রহণযোগ্য কোনো সমাধান চাওয়া হয়, তাহলে বাংলাদেশ–আয়ারল্যান্ড গ্রুপ অদলবদলের প্রস্তাবে ভারতের আপত্তি থাকার কথা নয়। সে ক্ষেত্রে আইসিসির পক্ষে অন্য বোর্ডগুলোর সমর্থন পাওয়া কঠিন হবে না। তবে ভারত যদি কঠোর অবস্থানে থাকে, তাহলে বাংলাদেশের সামনে বিকল্প পথগুলোও বেছে নেওয়ার তেমন একটা সুযোগ থাকবে না। সব মিলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটছে না।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ
