Connect with us
ক্রিকেট

‘আওয়াজ একটাই, বাংলাদেশ’—লিটনদের শুভকামনা জানিয়ে মুশফিক

"One voice, Bangladesh"—Mushfiq wishes Liton and the team good luck.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- বিসিবি

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে এশিয়া কাপের মহাযজ্ঞ। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসর। যেখানে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ এবং তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামীকাল (বৃহস্পতিবার) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। 

এশিয়া কাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন জাতীয় দলের সিনিয়র তারকা মুশফিকুর রহিম। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় লিটনদের জন্য সমর্থন চেয়ে মুশফিক লিখেছেন, ‘আওয়াজ একটাই- বাংলাদেশ। আল্লাহ ভরসা।’

এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) আরব আমিরাতে পাড়ি জামায় বাংলাদেশ দল। তখন লিটনদের শুভকামনা জানিয়ে মুশফিক লিখেছিলেন, ‘এশিয়া কাপ ২০২৫-এর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা। আমরা সবাই চাই তোমরা সবাই বড় স্বপ্ন দেখো! ইনশাআল্লাহ।’



হংকং ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। এই ম্যাচের জয়ের বিকল্প দেখছেন তিনি। ম্যাচের আগের দিন (বুধবার) সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন এই টাইগার কাপ্তান।

লিটন বলেন, ‘উইকেট দেখার এখনো সুযোগ হয়নি। কিন্তু আগের ম্যাচটি দেখেছি কিছুটা, দেখে মনে হয়েছে উইকেট ভালোই হবে। আমাদের মাইন্ডসেট একটাই, ম্যাচ জেতা ছাড়া এখানে কোনো অপশন নেই।’

আগামীকাল আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাকি দুটো ম্যাচও এই ভেন্যুতেই হবে।

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট