
মধ্যপ্রাচ্যে যে কয়েকটি দেশ ক্রিকেটের বীজ বুনেছে তার মধ্যে ওমান অন্যতম। এবার এশিয়ার সেরাদের সঙ্গে প্রতিযোগিতার মঞ্চে নামও লিখিয়েছে। দলটির জন্য হার-জিতের চেয়েও বড় অংশগ্রহণ।
এবারের আসরে গ্রুপ পর্বের পরীক্ষায় শুরুর দুই ম্যাচে ভালো করেনি দলটি। এতে আসর থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল কেবল সৌজন্যতা।
এবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়ল ক্রিকেটের নবীন দল ওমান। এবারই প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়েছে দলটি। এর আগে কখনো ভারতের বিপক্ষে খেলার সুযোগই পায়নি দলটি। অবশেষে সেই স্বপ্নপূরণ হলো এশিয়া কাপের কল্যাণে।
শুক্রবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখল মধ্যপ্রাচ্যের দেশটি। জয়-পরাজয় যাই হোক, মাঠে নেমেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো টিম ওমান।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। সুপার ফোরের আগে ব্যাটিং লাইনআপ ঝালিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেন ভারতের কাপ্তান।
ভারত একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদিপ যাদব।
ওমান একাদশ:
যতিন্দর সিং (অধিনায়ক), আমির কলিম, হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটরক্ষক), শাহ ফয়সাল, মোহাম্মদ নাদিম, আরিয়ান বিষ্ট, জিকরিয়া ইসলাম, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব, জিতেন রামানন্দি।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি
