
২১ মাস পর জাতীয় দলে ফিরছেন বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর আর আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাঁকে। আবারও সেই লঙ্কানদের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে ফিরছেন এই ওপেনার।
আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে ১৬ সদস্যের ওয়ানডে দল। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন:
»উৎসবের গ্যালারি মুহূর্তে রূপ নিল হৃদয়বিদারক বেদনায়
»ম্যান সিটি ও পিএসজির পৃথক ম্যাচসহ আজকের খেলা (২৩ জুন ২৫)
সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। এই সিরিজের মাধ্যমেই জাতীয় দলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করবেন মিরাজ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
