Connect with us
ক্রিকেট

এবার অশ্বিনের মন্তব্যের জবাব দিলেন তানজিম সাকিব

Now Tanzim Sakib has responded to Ashwin’s remarks.
অশ্বিনের কটাক্ষের জবাব দিয়েছেন তানজিম সাকিব। ছবি- সংগৃহীত

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। এশিয়া কাপ মিশনে বাংলাদেশের শুরুটাও হয়েছে দারুণ এক জয়ে। হংকংকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুরু করেছে লিটন দাসের দল। সামনের ম্যাচগুলোতে ভালো করে শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে চান লিটনরা।

তবে এরই মধ্যে বাংলাদেশকে ছোট করে মন্তব্য করেছেন অনেকেই। এশিয়া কাপ শুরুর আগে ভারতের হার্শা ভোগলে, আকাশ চোপড়া, এমনকি শ্রীলঙ্কার রাসেল আর্নল্ডের মতো ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বেই বিদায় নেবে বাংলাদেশ। বি-গ্রুপে সুপার ফোরের দৌড়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই এগিয়ে রাখেন তারা।

তবে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশকে একপ্রকার কটাক্ষ করেই বলেছেন, বাংলাদেশকে নিয়ে বলার মতো কিছুই নাই। তার মতে, ভারতের সামনে নাকি দাঁড়াতেই পারবে না বাংলাদেশ।



অশ্বিন বলেন, ‘আমরা তো বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ তাদেরকে নিয়ে বলার মতো কিছু নেই। এই দলগুলো ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে? আফগানিস্তানের বোলাররা নাকি অনেক হুমকিস্বরূপ, যদি ভারত ১৭০ রানের বেশি করে, তাহলে তারা কি সেটা তাড়া করতে পারবে? এটা অনেকটাই অসম্ভব।’

অশ্বিনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন তানজিম সাকিব। কারো মন্তব্যে দলে কোনো প্রভাব পড়ে না জানিয়ে তানজিম বলেন, ‘আপনি তো কারও মুখ আটকে রাখতে পারবেন না। সবার আছে, ইচ্ছা তা–ই বলতে পারে। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই, তারা যা ইচ্ছা বলে। তবে কে কী বলল না বলল, তাতে কিছু যায় আসে না।’

তাছাড়া অশ্বিন এটাও বলেছিলেন, এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার মতো দল নেই। প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এশিয়া কাপে দক্ষিণ আফ্রিকা এবং ভারত ‘এ’ দলকেও যুক্ত করা যেতে পারে বলে জানান তিনি।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট