Connect with us
ক্রিকেট

এবার বাংলাদেশকে হারানোর ছক কষছে শ্রীলঙ্কা

Now Sri Lanka is plotting to defeat Bangladesh.
সুপার ফোরের ম্যাচে শনিবার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

একদিন আগেই বাংলাদেশকে সুপার ফোরে উঠতে সাহায্য করেছে শ্রীলঙ্কা। বি-গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টাইগারদের সঙ্গে নিয়েই সেরা চারে জায়গা করে নিয়েছে লঙ্কানরা। এবার লড়াই হবে সেরা দুইয়ে জায়গা করে নেওয়ার। সেখানে বাংলাদেশের বিপক্ষেও লড়বে লঙ্কানরা।

সুপার ফোরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোরের লড়াই শুরু করবে শ্রীলঙ্কা। আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

এর আগে গ্রুপ পর্বেও শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে লঙ্কাদের কাছে কোনো পাত্তাই পায়নি টাইগাররা। একই আসরে দ্বিতীয়বারের মতো টাইগারদের হারানোর ছক কষছে লঙ্কানরা।



আজ (শুক্রবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। এ সময় নিজেদের পরিকল্পনা জানিয়ে কান্দাম্বি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে নিয়মিত খেলেছি। গত তিন-চার মাসের মধ্যে আমরা প্রায় চার-পাঁচটা ম্যাচ খেলেছি। তাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। আমি নিশ্চিত যে আমাদের ছেলেরা ভালোভাবে লড়বে।’

প্রথম ম্যাচে একপেশে জয়ের পরও সুপার ফোরের ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করছেন এই লঙ্কান কোচ, ‘আমি মনে করি বাংলাদেশের এই দলটা বেশ ভালো। গত কয়েক মাস ধরে তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আমাদের ছেলেরাও তাদের সম্পর্কে অবগত। যেহেতু আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি, সেটা কাজে লাগিয়েই আমরা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করবো।’

আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট