Connect with us
ক্রিকেট

ওয়ানডেতে হয়নি, টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ

Bangladesh-Sri Lanka
টি-টোয়েন্টি সিরিজে চোখ বাংলাদেশের। ছবি- এপি

বড় প্রত্যাশা নিয়ে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ দল। সফরের শুরুটাও ছিল দারুণ। প্রথম টেস্টে দাপুটে পারফরম্যান্স করে ড্র করে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে হেরে ১-০ তে সিরিজ খোয়ায় টাইগাররা। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সমতা ফেরায় মিরাজরা। টাইগারদের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের। তবে শেষ ম্যাচ হেরে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।

এবার টি-টোয়েন্টিতেও সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে টাইগাররা। দারুণ এক জয় নিয়ে সিরিজে সমতা এনেছে লিটন দাসের দল। শেষ ম্যাচে জয় পেলেই টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবে সফরকারীরা।

ওয়ানডেতে ১-১ সমতা নিয়েও শেষ পর্যন্ত সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া টাইগাররা। সিরিজ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা শামীম হোসেন।

আরও পড়ুন:

» সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

» শেষ ওভারে দরকার ১ রান, পরপর ৫ উইকেট হারিয়ে টাই হলো ম্যাচ 

শামীম বলেন, ‘ওয়ানডে সিরিজে আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা হেরে গেছি। টি-টোয়েন্টিতে এখন ১-১ সমতা আছে। আমাদের সামনে সিরিজ জেতার সুযোগ আছে। আশা করি যদি শেষ ম্যাচে ভালো করতে পারি, অবশ্যই আমরা সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। আমাদের সবসময় জেতার আত্মবিশ্বাস থাকে। এই ম্যাচটা (দ্বিতীয়) জিততে পেরেছি এটা ভালো লাগছে।’

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়ে পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ডাম্বুলায় আগে আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।

আগামী বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট