Connect with us
ক্রিকেট

ব্যাটে-বলে নয়, দৌড়ে এক বলে ৬ রান! (ভিডিও)

ক বলে উঠল ৬ রান। ছবি- সংগৃহীত

ক্রিকেটে এমন ঘটনাই বা কত দেখা যায়! ব্যাটে বলে সংযোগ হয়নি, তবু এক বলে উঠল ৬ রান। মজার এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড কেটলবোরো।

ভিডিওতে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে একটু ছোট লেংথের বল পুল করতে গিয়ে ব্যাটার ব্যর্থ হন। বল চলে যায় সরাসরি উইকেটরক্ষকের হাতে। সুযোগ বুঝে দ্রুত এক রান নিয়ে ফেলেন দুই ব্যাটার। এরপর শুরু হয় আসল নাটক। উইকেটরক্ষক, বোলার ও ফিল্ডাররা চারবার রান আউটের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। প্রতিবারই ব্যাটাররা দৌড়ে রান সংগ্রহ করে যান।

প্রথমে এক রান, তারপর টানা আরও পাঁচবার ক্রিজ অদল-বদল করে মোট ৬ রান তুলে ফেলেন তারা। অবাক করা বিষয় হলো- এই পুরো সময়টায় ব্যাটে-বলে একটিও সংযোগ হয়নি!

কেটলবোরো মজার ছলে লিখেছেন- ক্রিকেট ইতিহাসে প্রথমবার। ব্যাটে-বলে নয়, তবু এক বলে ৬ রান; চার বার রান আউটের সুযোগ নষ্ট!

তবে ম্যাচটি কোথায় হয়েছে, তা জানাননি তিনি।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট