Connect with us
ক্রিকেট

‘আগের চাকরি নিয়ে ভাবছি না, এখন একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট’

“Not thinking about my previous job, my only focus now is Bangladesh cricket.”
বাংলাদেশ ক্রিকেটের বাইরে অন্যকিছু ভাবছেন না সভাপতি বুলবুল। ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তা এবং সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচন শেষে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক হয়েছেন ২৫ জন। তাদের মধ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতির দুই পদে কোনো ছাড়াই নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। 

বিসিবি নির্বাচন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি নতুন বোর্ডের নির্বাচিত পরিচালকরা। এ সময় কথা বলেছেন নতুন করে ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়া বুলবুল। দীর্ঘমেয়াদি দায়িত্বে তার প্রধান লক্ষ্য ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।

নতুন বোর্ডের মেয়াদ ৪ বছর। এই সময়ে ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেওয়া যায় ইতোমধ্যে সেই পরিকল্পনা করছে বিসিবি। সেই লক্ষ্যে আগামীকাল বোর্ড মিটিংয়ের ডাক দেয়া হয়েছে। বুলবুল বলেন, ‘নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম ৪ বছরের এবং এই চার বছরে আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে আমরা আজকের শুরু হওয়া বোর্ড মিটিংটা আগামীকাল কন্টিনিউ করবো। আমরা চার বছরের যে পরিকল্পনা করতে চাচ্ছি, সেটা হয়ত কাল আপনাদের দিতে পারব।’



BCB new committee

সংবাদ সম্মেলনে কথা বলছেন ফারুক আহমেদ। ছবি- ক্রিফোস্পোর্টস

চার মাস আগে আইসিসির চাকরি ছেড়ে বিসিবির দায়িত্বে আসেন বুলবুল। স্বল্পমেয়াদে দায়িত্ব পালনের পর এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বুলবুল। যেহেতু ক্রিকেট বোর্ডে সভাপতির পদটা বেশ সম্মানজনক, তাই এই কাজটা তার জন্য কতটা কঠিন হবে তা জানতে চাওয়া হয় বুলবুলের কাছে।

এমন প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘ক্রিকেট বোর্ডে সভাপতির পদটা সবসময়ই সম্মানজনক ছিল। সেই ব্যাপারে এখনো চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি। আর চাকরিটা যেহেতু ছেড়ে এসেছি, সেটার ব্যাপারে আর চিন্তা করছি না। এখন একটা লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া।’

আগামীকাল (মঙ্গলবার) বোর্ড মিটিংয়ে বসবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। এরপর বিসিবির পরবর্তী কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট